Childrenandwomenvision

দাও ফিরে সে অরণ্য, লও এ নগর..
পরিবেশের প্রতি রবীন্দ্রনাথের এই কাতরতা আজ আমরা সবাই অনুভব করি। জলবায়ু পরিবর্তনের এই সময়ে মানবসভ্যতাই আজ হুমকির মুখে।
এমন প্রেক্ষাপটে দেশকে সবুজে রাঙিয়ে দিতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপন কর্মসূচী হাতে নিয়েছে Children & Women Vision Foundation।
SponsorATree প্রকল্পের সহায়তায় টাঙ্গাইল জেলায় মাল্টা,কাঠাল,পেয়ারা,আমড়া,ডালিম,কমলা, আম,জাম, লিচু এবং লেবু এই ১০রকমের শতাধিক গাছ বিতরণ করা হচ্ছে। বছরের ১২মাসেই ফল খেতে পারবে এই পরিবার গুলো।
দারুণ এই উদ্যোগ প্রেরণা জোগাচ্ছে অন্যদেরও। চলুন সবাই এগিয়ে আসি, গাছ লাগাই, পরিবেশ বাচাই।